বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

শেখ হাসিনা জাতীয় বার্নের পিছনে থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: ঢাকার শাহবাগের শেখ হাসিনা জাতীয় বার্নের পিছনে থেকে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ সেলিম জানান, আমরা খবর পেয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছন থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি নিহত যুবক মাদকাসক্ত ছিল বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

Share.