সোমবার, ডিসেম্বর ৩০

শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন

0

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  বুধবার (১০ মে) রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও পুরাতন সদস্যদের নবায়ন অনুষ্ঠানে এ কথা বলেন স্পিকার। শিরীন শারমিন বলেন, আওয়ামী লীগের ইতিহাস দেশের গণমানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। অপরিসীম ত্যাগ স্বীকার করেছে আওয়ামী লীগ। বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন। তিনি বলেন, বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। অকুণ্ঠ সমর্থন করে। জনগণের সমর্থন আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন। নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। এরা সকল আঘাত থেকে দলকে রক্ষা করে চলেছে। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, পীরগঞ্জ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে।

Share.