বাংলাদেশ থেকে নেত্রকোনা প্রতিনিধি: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীর। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভিসির দায়িত্ব গ্রহণ করেন তিনি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামূল হক আরাফাত জানান, অধ্যাপক ড. গোলাম কবীর রবিবার সকাল ১০টায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী- তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করতে পারবেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রথম ভিসি নিয়োগ দেওয়া হয়। গত ৩১ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর থেকে ভিসির পদটি শূন্য ছিল। ড. গোলাম কবীর এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি নিযুক্ত হলেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির যোগদান
0
Share.