বুধবার, জানুয়ারী ২২

শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে: ফখরুল

0

ঢাকা অফিস: শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। প্রধান উপদেষ্টা অতিদ্রুত জনগণের সামনে কী করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি, একটা রোডম্যাপের মাধ্যমে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। ’ ‘অতিদ্রুত জনগণের যে চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা করতে হবে। কীভাবে একটি নির্বাচন অতিদ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে’, বলেন মির্জা ফখরুল। ছাত্র-জনাতর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’

Share.