বুধবার, জানুয়ারী ২২

শেফিল্ডের কাছে আর্সেনালের হার

0

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে অবনমন অঞ্চল থেকে বেশ নিরাপদ দূরত্বে চলে গেল শেফিল্ড ইউনাইটেড। ঘরের মাঠে রাতে উনাই এমেরির দলকে ১-০ গোলে হারিয়েছে এক দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা শেফিল্ড। প্রত্যাবর্তনের পর এটি তাদের ‘সেরা’ জয়। দলটি একমাত্র গোল পায় ৩০ মিনিটের সময়। সতীর্থের হেডে বল গোলমুখে পেয়ে ডান পায়ের টোকায় জালে ঠেলে দেন ফরাসি ফরোয়ার্ড লিস মুসে। এই জয়ের পর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে গেছে শেফিল্ড ইউনাইটেড। আর্সেনাল আছে সেই পাঁচে। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে রবিবার ১-১ গোলে ড্র করা লিভারপুল আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটি ও চেলসির পয়েন্ট সমান ১৭ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে লেস্টার। এদিন গোটা ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেও গোল বের করতে পারেনি আর্সেনাল। আন্তর্জাতিক ম্যাচের জন্য বিরতিতে যাওয়ার আগে গানাররা লিগে ভালো অবস্থায় ছিল। সেখান থেকে ফিরে সবার খেলায় ক্লান্তির ছাপ পড়েছে।

Share.