বিনোদন ডেস্ক: এর আগে অনেকবার শিল্পাঙ্গনের মানুষ জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গিয়েছেন। তবে আজ দুপুর ৩টার কিছু সময় পর সেই কাদের গিয়েছেন নিথর দেহে, এটাই তাঁর শেষবারের মতো শিল্পকলা ভ্রমণ। তাই তো তাঁকে নিয়ে কত আয়োজন। অ্যাম্বুলেন্স থেকে নামানোর সঙ্গে সঙ্গে তাঁর মরদেহ ঘিরে ধরেছেন সবাই। এরপর একে একে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন। শুধু কাদের তাঁদের ধন্যবাদটা জানাতে পারেননি! এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, রামেন্দু মজুমদার, এস এ হক অলিকসহ অনেকেই আব্দুল কাদেরকে স্মরণ করেছেন। শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে আবেগে ভেসেছেন, শুধু নিশ্চুপ ছিলেন কাদের। শিল্পকলায় প্রয়াত আব্দুল কাদেরকে ঘিরে শ্রদ্ধার আয়োজন শেষ হয় ৪টা ৫ মিনিটে। জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আব্দুল কাদেরের মরদেহ নেওয়া হবে রাজধানীর বনানী কবরস্থানে। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে তাঁকে মায়ের কবরের পাশে দাফন করা হবে। আব্দুল কাদের এভারকেয়ার হাসপাতালে আজ সকাল ৮টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বিনোদন অঙ্গনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেষবার শিল্পকলায় শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত কাদের
0
Share.