স্পোর্টস ডেস্ক: পাল্লেকেলেতে আগামী ২৯ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্ট সমাপ্ত হয় ড্রয়ে। এই ম্যাচকে সামনে রেখে দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।দলে এসেছে দুটি পরিবর্তন। লাহিরু কুমারা ও দিলশান মাধুশাঙ্কা বাদ পড়েছেন দল থেকে। এই দুইজনের পরিবর্তে দলের সঙ্গে যোগ হয়েছেন লাকশান সান্দাকান ও চামিকা করুণারত্নে।শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, করোনাকালীন সব নিয়ম মেনেই তাদের দলে অন্তর্ভুক্তি করা হয়েছে।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রবীণ জয়াউইক্রমা, পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, সুরঙ্গা লকমল, রোশান সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, লাকশান সান্দাকান, আসিথা ফার্নান্দো।