সোমবার, ডিসেম্বর ২৩

শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে চেলসির হার

0

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগ টেবিলে নিউক্যাসলের অবস্থান বলার মতো নয়। নিচের দিকে অবস্থান দলটির। তাই বলে লড়াই করার মানসিকতা ছেড়ে দেয়নি তারা। ঘরের মাঠে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বক্সিং ডের পর প্রথম হারের স্বাদ নিয়েছে চেলসি। অথচ দুই অর্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও লক্ষ্য খুঁজে নিতে পারেনি। বলা হচ্ছে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের তারুণ্য নির্ভর দল অনভিজ্ঞ বলেই ফিনিশিংয়ে হিমশিম খাচ্ছে। টমি অ্যাব্রাহামের তেমনই একটি শট চলে গেছে লক্ষ্যের বাইরে। এনগোলো কন্তের শট রুখে দিয়েছেন মার্টিন ডুবরাভকা। একটা সময় ড্রই যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল, তখনই কপালো পুড়ে ব্লুজদের। যোগ করা সময়ে বাঁশি বাজার আগে (৯০+৪) চেলসির জাল কাঁপিয়ে দেন নিউক্যাসল মিডফিল্ডার ইসাক হেইডেন। ড্রয়ের পর ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান চেলসির। পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ পয়েন্ট বেশি তাদের। অপর দিকে ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২-তে অবস্থান নিউক্যাসলের।

Share.