ডেস্ক রিপোর্ট: নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসেও ডোনাল্ড ট্রাম্প থেকে গুরুত্বপূর্ণ চার অঙ্গরাজ্যে অনেকখানি এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। নিউইয়র্ক টাইমস পরিচালিত জনমত জরিপের তথ্য বলছে, ফ্লোরিডা, পেনসিলভানিয়া, অ্যারিজোনা ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন বাইডেন। ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত এই চার অঙ্গরাজ্যে রয়েছে ৭০টি ইলেকটোরাল ভোট। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ পরিচালিত জরিপের তথ্যমতে, জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশই বাইডেনকে সমর্থন জানিয়েছেন। বিপরীতে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪১ শতাংশ মার্কিনীদের। অঙ্গরাজ্যটিতে বাইডেন ট্রাম্প থেকে ১১ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। প্রতিবেদনে বলা হয়, গত নির্বাচনে ভোট দেননি এমন ভোটারদের ভোট দিতে উজ্জীবিত করার মধ্য দিয়েই বাইডেন এই চার অঙ্গরাজ্যে এগিয়ে গেছেন। এর মধ্যে উইসকনসিনে বাইডেন সবচেয়ে বেশি এগিয়ে। ২০০৮ সালের নির্বাচনের আগে ডেমোক্রেট বারাক ওবামার অবস্থানও এখনকার মতোই শক্তিশালী ছিল। তখনকার সময়ে বারাক ওবামা ৩৬৫টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছিলেন। আর ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন জো বাইডেন।
শেষ সময়ের জরিপেও চার গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এগিয়ে জো বাইডেন
0
Share.