শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

0

ঢাকা অফিস: তুরাগতীরে শুরু হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। রোববার বাংলাদেশ সময় বেলা পৌনেঁ ১২টার দিকে শুরু হয় মোনাজাত। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা জামশেদ। আর এর মাধ্যমে শেষ হল বিশ্ব ইজমেতার দ্বিতীয় পর্ব। ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে তাদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকার মাঠে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৫তম আয়োজনের দ্বিতীয় পর্ব। র আগে গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়।

Share.