বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

শেষ ১৩ মিনিটের ঝড়ে জুভেন্টাসের জালে তিন গোল করলো ভিয়ারিয়াল

0

স্পোর্টস রিপোর্ট: ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়ার পর থেকে খুবই খারাপ কাটছে জুভেন্তাসের সময়টা। এরই মধ্যে এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়ঘণ্টা বেজে গেল কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দলের। স্প্যানিশ দল ভিয়ারিয়ালের সঙ্গে প্রথম লেগে ১-১ ড্রয়ের পর শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে হেরেই বসেছে বিয়েঙ্কোনেরিরা। প্রতিপক্ষের মাঠে আগের লেগটা ১-০ গোলে এগিয়ে গিয়েও ড্রয়ে বাধ্য হতে হয়েছিল দলটিকে। ফিরতি লেগে তাই জয় ছাড়া উপায় ছিল না কোনো দলেরই। তবে জুভেন্তাসের জন্য স্বস্তি ছিল নিজেদের দর্শকদের সামনে খেলার বিষয়টা।  সেটা কাজেও দিচ্ছিল বেশ। শুরু থেকে বেশ চাপে রেখেছিল ভিয়ারিয়ালকে। অন্তত ৭৫ মিনিট পর্যন্ত তো বটেই। এ সময়ে ১৪টি শটের পাঁচটি ছিল লক্ষ্যে। ওদিকে সফরকারী ভিয়ারিয়ালের একটি শটও ছিল না লক্ষ্যে। ম্যাচের শেষ ১৩ মিনিটের ঝড়ে জুভেন্টাসের জালে তিন গোল করে ভিয়ারিয়াল। যা তাদেরকে এনে দেয় শেষ আটের টিকিট। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেরার্ড মোরেনো। ডি-বক্সে কোকেলিনকে ফাউল করেছিলেন ড্যানিয়েল রুগানি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিনিট সাতেক পর ওপেন প্লে থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাউ তোরেস। একদম শেষ মিনিটে গিয়ে আবার পেনাল্টি পায় ভিয়ারিয়াল। এবার ডি-বক্সে হ্যান্ডবল করেন ম্যাথিয়াস ডি লিট। স্পট কিক থেকে সহজেই দলকে ৩ গোলের জয় এনে দেন আর্নোত দানজুমা।

 

Share.