বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

শ্বশুরবাড়ির সামনে থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: দিনাজপুরের বিরলে শ্বশুড়বাড়ির সামনে গাছের ডাল থেকে বাবু ইসলাম (৩২) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে বিরল উপজেলার পূর্ব মহেশপুর মহসীন মেম্বার পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিরল থানার পরিদর্শক (ওসি) এটিএম গোলাম রসুল এ কথা জানান। নিহত বাবু ইসলাম বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র রামপুর কামারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।  পুলিশ জানায়, জামাই শ্বশুরবাড়ির সামনে গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে সকালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বড়ভাই রবিউল ইসলাম জানান, প্রায় ৩ বছর আগে পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জেসমিন আরার (২৫) সঙ্গে বাবুর বিয়ে হয়। তাদের ঘরে একটি ছেলে রয়েছে। যার বয়স এক বছর। বাবু ও তার স্ত্রী ঢাকায় থাকতো এবং বাবু গার্মেন্টসে চাকরি করতো। রাতে তার শ্বশুরবাড়ির লোকজন মোবাইলে জানায় বাবু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। বাবু কোন দিন তার শ্বশুর বাড়িতে এসেছে তা জানা নেই বলে জানান রবিউল ইসলাম। বিরল থানার পরিদর্শক (ওসি) এটিএম গোলাম রসুল এ কথা জানান, ময়নাতদন্ত করা হলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share.