‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেপ্লেক্সসহ ২৫ হলে

0

বিনোদন ডেস্ক: অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। ভালোবাসা দিবসকে সামনে রেখে শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সব কয়টি শাখাসহ ২৫টি সিনেমা হলে মুক্তি পেল অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এই ছবি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। ২৫টি হলে সিনেমাটি মুক্তি পাওয়ার বিষয়টি তিনিই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দেবাশীষ বিশ্বাস বলেন ‘বর্তমান সময়ে যেসব হলে মানুষ পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারবেন, সেই সব জায়গাতেই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। সামনে সপ্তাহে আরও কিছু হল বাড়ানোর ইচ্ছা আছে।’ তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামটা একটা ব্র্যান্ড। তবে এটি সিক্যুয়াল নয়। শুধু নামটা নেওয়া হয়েছে। সিনেমার গল্পটা ভিন্ন। আশা করছি স্বাস্থ্যবিধি মেনে সবাই সিনেমাটি দেখতে হলে আসবেন।’ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এর আগে দুই দফায় ছবিটি মুক্তির তারিখ ঠিক করেও পিছিয়ে দেওয়া হয়। কারণ, করোনার অতি সংক্রমণ। ফলে অপেক্ষা বাড়ে নির্মাতা কর্তৃপক্ষ ও অভিনয়শিল্পীদের। এছাড়া এই ছবি নিয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ। অবশেষে ছবিটি মুক্তির মধ্য দিয়ে সকলের সেই অপেক্ষা শেষ হলো। এই ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সংস্থাটির পরিচালক ও বেসরকারি চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘ভালোবাসা দিবসে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চান, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ তেমনই একটি রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা। আশা করি দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণ হবে।’এই ছবিতে অপু বিশ্বাস এবং বাপ্পী চৌধুরী ছাড়াও আছেন প্রয়াত সাদেক বাচ্চু। এটি তার অভিনীত শেষ সিনেমা। বিভিন্ন চরিত্রে আরও আছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। এর আগে ২০০০ সালে তখনকার সুপারহিট জুটি রিয়াজ আহমেদ ও শাবনূরকে নিয়ে পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। সেটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীকে জুটি বানিয়ে নির্মাণ করলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। একই নামে দুটি সিনেমা হলে সেটাকে সাধারণত সিক্যুয়েল বলে। কিন্তু ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’কে কোনোভাবেই সিক্যুয়েল বলতে নারাজ দেবাশীষ বিশ্বাস। তার দাবি, ‘এটা কোনো সিক্যুয়াল নয়, রিমেক নয়, এমনকি পুনর্নির্মাণও নয়। এবারের ছবির সঙ্গে আগেরটির গল্পে বিন্দুমাত্র মিল খুঁজে পাবেন না দর্শক। তা ছবিটি দেখলেই বোঝা যাবে।’ পরিচালক সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরাধ জানিয়েছেন।

Share.