শ্মশান থেকে করোনা রোগীদের জামাকাপড় চুরি করে বিক্রি

0

ডেস্ক রিপোর্ট: বাংলায় একটি প্রবাদ আছে- ‘চোরে না শোনে ধর্মের কাহিনী।’ তেমনই ঘটনা ঘটে চলেছে ভারতে। করোনা মহামারিতে বিধ্বস্ত ভারত। তারপরও দেদারচে হচ্ছে চুরি। শ্মশান ও কবরস্থান থেকে মৃতদেহের পোশাক চুরির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছে একটি চক্র।ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতের এলাকায় এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা মৃতদেহের পরনের জামা-কাপড় ও অন্যান্য জিনিস চুরি করত।পুলিশের সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, মৃতদেহের বিছানার চাদর, শাড়ি, জামা চুরি করত অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি ও একাধিক জামা। সেগুলো ধুয়ে ও ইস্ত্রি করে গ্বয়ালিয়রের একটি কোম্পানির লেবেল সেঁটে বিক্রি করত তারা। এলাকার কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তরা যোগাযোগ রাখছিল।পুলিশ আরও জানায়, আটকদের মধ্যে ৩ জন একই পরিবারের। গত ১০ বছর ধরে এই কাজ করছে তারা। তাদের বিরুদ্ধে মহামারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে

Share.