শুক্রবার, ডিসেম্বর ২৭

শ্রীমঙ্গল ও কুলাউড়ার মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে স্পোর্টস রিপোর্টার(মৌলভীবাজার):শুক্রবার (১৯ মে) বিকেল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও কুলাউড়ার জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমীর মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ আয়োজন করে ফুটবল একাডেমী শ্রীমঙ্গল। জানা যায় প্রতি শুক্রবারে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচ আয়োজন করার উদ্যোগ নিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমীর পরিচালক এবং প্রশিক্ষক ইকরামুর রহমান রানা। ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও জুবেদ চৌধুরী ফুটবল একাডেমীর খেলা দেখার জন্য মাঠে এসেছিলেন সাবেক ফুটবলাররাও। খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ও জুবেদ চৌধুরী ফুটবল একাডেমীর মধ্যে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলার প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটের সময় শ্রীমঙ্গলের ৯ নম্বর জার্সীধারী ফরেন গোল করে দলকে এগিয়ে নেন। গোল হজম করে জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমী কুলাউড়া গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে কুলাউড়ার ৯ নম্বর জার্সীধারী খেলোয়াড় হাবিব গোল করে দলকে সমতায় ফিরান। শেষ পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি ১-১ গোলে শেষ হয়। খেলা শেষে জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমীর কুলাউড়ার অধিনায়ক ও কর্মকর্তার হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয় এসময় উপস্থিত ছিলেন,ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জাতীয় ফুটবলর ইকরাম রানা, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গলের সাবেক ফুটবলার মো: মোসলেহ উদ্দীন রমজান, সাবেক ফুটবলার আকবর হোসেন শাহীন, সাবেক ফুটবলার জনটু দাশ, সাবেক ফুটবলার কাবুল, সাবেক গোলরক্ষক দেওয়ান মশিউর রেজা চৌধুরী রিপন, সাবেক ফুটবলার এমাদুর রহমান এমাদ, সাবেক ফুটবলার শের আলী হেলাল চৌধুরী, সাবেক ফুটবলার মিসবাহ উদ্দিন মাহবুব, সাবেক ফুটবলার রমজান মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা রেফারি সমিতির সভাপতি কবির উদ্দীন সুইট, জেলা রেফারি সমিতির সদস্য বাবুল মিয়া প্রমুখ। খেলা পরিচালনা করেন মো: মিজানুর রহমান, মো: আবুল কাশেম, মো: রুমিন মিয়া ও ক্লিপ। খেলা ধারাভাষ্যে ছিলেন,কামরুল হাসান দোলন।

Share.