ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন। দেশটির বিমানবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার ভোরে (স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে) মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছেছেন ৭৩ বছর বয়সী গোতাবায়ে। অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার ৭৩ বছর বয়সী নেতা গোতাবায়া, তার স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করে। বিমানবাহিনী জানায়, শ্রীলঙ্কার সংবিধান অনুসারে নির্বাহী প্রেসিডেন্টের ক্ষমতা অনুসারে বর্তমান সরকারের অনুরোধ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে গোতাবায়াকে তারা বিমান দিয়ে সাহায্য করেছে। একটি সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি মিরর জানায়, গোতাবায়া যেন মালদ্বীপের বিমানবন্দরে অবতরণ করতে পারে তার অনুমতি দেওয়ার জন্য মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন। তবে গোতাবায়া মালদ্বীপ হয়ে অন্য দেশে চলে যাবেন বলে জানা গেছে। কিন্তু কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি। রাজাপক্ষের পলায়ন একটি পারিবারিক রাজবংশের অবসান ঘটিয়েছে, যারা কয়েক দশক ধরে শ্রীলঙ্কা শাসন করেছেন। শনিবার তার বাসভবনে হামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। তার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেও দেশ ছেড়েছেন বলে সূত্র জানিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ পার্কে ভিড় করেছে, প্রেসিডেন্টের পদত্যাগের অপেক্ষায়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষের প্রশাসনকে দায়ী করা হচ্ছে। কয়েক মাস ধরে তারা দৈনিক বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো মৌলিক জিনিসের ঘাটতির সঙ্গে লড়াই করছে। এই নেতা, যিনি রাষ্ট্রপতি থাকাকালীন বিচার থেকে অনাক্রম্যতা উপভোগ করেন, নতুন প্রশাসনের দ্বারা গ্রেপ্তারের সম্ভাবনা এড়াতে পদত্যাগ করার আগে বিদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন
0
Share.