বুধবার, জানুয়ারী ২২

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ শুরু

0

স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবরে মালদ্বীপে বসছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। পাঁচ দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আসরের সূচি ঠিক হয়েছে। আসরের উদ্বোধনী দিনে ১ অক্টোবর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ শুরু হবে রাত ১০টায়। একই দিন নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ। ৩ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৫টায়। ৬ অক্টোবর রাত ১০টায় তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১১ অক্টোবর প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল প্রত্যেকের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ১৩ অক্টোবর হবে ফাইনাল। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ হবে।সাফে বাংলাদেশ ২০০৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। আর ২০০৫ সালে উঠেছিল ফাইনালে।এবারের সাফে ভুটান খেলছেনা। আর ফিফার নিষেধাজ্ঞা থাকায় খেলা হচ্ছে না পাকিস্তানেরও।

Share.