সোমবার, ডিসেম্বর ২৩

শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

0

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তজার্তিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রোববার (২৮ জানুয়ারি) নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানায় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২৩ সালের নভেম্বরে আইসিসির নিয়ম ভাঙার অভিযোগে দেশটির ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সংস্থাটি জানায়, নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটির ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডের সার্বিক দিক পর্যবেক্ষণ করা হয়েছে। এখন অবস্থা সন্তোষজনক মনে হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। গত বছরের ১০ নভেম্বর বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে এসএলসির ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সংস্থাটির আইনে বলা আছে, ক্রিকেট বোর্ডের ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। ক্রিকেটের যাবতীয় কাজ, নিয়ন্ত্রণ এবং প্রশাসনে বোর্ড স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে।

Share.