বুধবার, জানুয়ারী ২২

শ্রেয়া ঘোষালের পর ছেলের মা হলেন গায়িকা নীতি মোহন

0

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী শ্রেয়া ঘোষালের পর ছেলের মা হলেন আরও এক জনপ্রিয় গায়িকা নীতি মোহন। গতকাল বুধবার নীতি ও তাঁর স্বামী, অভিনেতা নীহার পান্ডের কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান।হিন্দুস্তান টাইমসের খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের আগমন বার্তা জানিয়েছেন নীতি মোহন ও নীহার পান্ডে। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।আজ বৃহস্পতিবার সকালে সামাজিক পাতায় এ খবর শেয়ার করে নিয়ে নীতি মোহন লেখেন, ‘আমাদের পরিবার, নীহার এবং আমি প্রচণ্ড খুশি গতকাল আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাতে পেরে। এই খুদেকে নিজের কোলে নেওয়ার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি রয়েছে! এখনও সেটা বুঝে উঠবার চেষ্টা চালাচ্ছি। আমরা দারুণ খুশি… সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য।’গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে চলার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নীতি মোহন। জানিয়েছিলেন, ‘ওয়ান প্লাস ওয়ান, আমরা তিন। মা-বাবা হতে চলেছি আমরা, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এর চেয়ে ভালো খবর আর কী-ই বা হতে পারে!’অভিনেতা নীহার পান্ডের সঙ্গে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন নীতি মোহন। মোহন বোনদের মধ্যে সবচেয়ে বড় নীতি। তাঁর দুই বোন মুক্তি ও শক্তি মোহন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী।

Share.