বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত

0

ঢাকা অফিস: ​নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দেশে চলছে লকডাউন। সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছাড়াও চলছে না গণপরিবহণ। এর মধ্যেই ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়।অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়ে গতকাল শুক্রবার আদেশ জারি করে মাউশি।মাউশির আদেশে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারির বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।’এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

Share.