সংক্ষিপ্ত সিলেবাসে আজ থেকে মাধ্যমিকের পাঠদান

0

ঢাকা অফিস: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (১ নভেম্বর) থেকে নতুন সিলেবাসে পাঠদান শুরু হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি করা সিলেবাস অনুসরণ করে আগামী ৩০ দিন বিদ্যালয়গুলো পাঠদান করবে। শনিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। নির্দেশনায় বলা হয়, চলতি বছরের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হওয়ার পর কোভিড-১৯ এর কারণে ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হয়। ফলে ২০২০ শিক্ষাবর্ষের নির্ধারিত পাঠ্যসূচি কোথাও যথাযথভাবে, কোথাও পূর্ণাঙ্গভাবে সমাপ্ত করা সম্ভব হয়নি। এ কারণে এ বছরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিকে সংক্ষিপ্ত করে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে সরকার প্রথাগতভাবে বার্ষিক পরীক্ষা নিচ্ছে না। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের শিখন ফল মূল্যায়ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি সপ্তাহের শুরুতে ওই সপ্তাহের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। সপ্তাহ শেষে তাদের শেষ করা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে (অভিভাবক বা অন্য কোনো মাধ্যমে বা অনলাইনে) জমা দিয়ে নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে। সিলেবাসটি www.dshe.gov.bd এই লিংকে পাওয়া যাবে।

Share.