ঢাকা অফিস: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার’ প্রতিবাদে আজ শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বেলা সাড়ে ১১টার দিকে ঐক্য পরিষদের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। পরে ‘সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো’, ‘সাম্প্রদায়িক হামলার জন্য ফেসবুক ব্যবহার বন্ধ করুন’ নানা স্লোগানে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার’ প্রতিবাদে আজ শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার’ প্রতিবাদে ঐক্য পরিষদের বিক্ষোভ
0
Share.