শুক্রবার, ডিসেম্বর ২৭

সংগঠন আর ক্রিকেট বোর্ড নিয়ে আশাবাদী লিসা

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে এসেছিলেন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি লিসা স্টালেকার। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন লিসা। কোয়াবকে নিয়ে লিসা বলেন, ‘ঐতিহ্য গতভাবে আমরা দেখেছি দুটি স্বতন্ত্র হওয়াই আদর্শ (বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন)। কিন্তু সব জায়গায় একই রকম হয় না। প্রথমে আপনাকে সঠিক মানুষদের যুক্ত করতে হবে। কতক্ষণ স্বচ্ছতা, অসঙ্কোচ আর ইচ্ছে আছে এটাই গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের সংগঠন আর ক্রিকেট বোর্ডের উদ্দেশ্য একই, এমনটাই মনে করেন ফিকার সভাপতি লিসা। তিনি আরও বলেন, ‘দিনশেষে ক্রিকেটারদের সংগঠন আর ক্রিকেট বোর্ড একই উদ্দেশ্যে কাজ করে- খেলাটাকে কীভাবে বড় করা যায়। যদি সঠিক মানুষরা যুক্ত থাকে, তাহলে এটা আসলে খুব বড় ব্যাপার। আদর্শ হচ্ছে আলাদা বোর্ড থাকা। কিন্তু সবসময় এমন সম্ভব না।’

Share.