বুধবার, জানুয়ারী ২২

সংবাদপাঠিকা রেহনুমার প্রেমে পাগল তিন প্রেমিক

0

বিনোদন ডেস্ক: সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা। দীর্ঘ ৮ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত আছেন। গত বছর একটি নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলেন। দীর্ঘদিন পর এবার ঈদের বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ৭ পর্বের বিশেষ এই ধারাবাহিকটির নাম ‘থ্রি ব্যাচেলর’।এ প্রসঙ্গে রেহনুমা বলেন, ‘ছোটবেলা থেকেই নিজেকে পর্দায় দেখার ইচ্ছা থেকে সংবাদ উপস্থাপনা পেশায় আসা। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। সেই হিসেবে কিছু বিশেষ নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছি। আশা করছি, কাজটি সবার কাছে উপভোগ্য হবে।’‘থ্রি ব্যাচেলর’ ধারাবাহিকটির গল্পে রেহনুমার প্রেমিক হিসেবে দেখা যাবে তিন ব্যাচেলর মারজুক রাসেল, চাষী আলম ও পীযূষ সেন বেনুকে। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাসির উদ্দিন মাসুদ। উল্লেখ্য, রেহনুমা অভিনীত সোহেল আরমানের ‘রাজপুত্র’, চয়নিকা চৌধুরীর ‘সংসার’সহ বেশকিছু নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

Share.