সংবিধান ও ধর্মীয় বিষয়ে আঘাত বা সংবেদনশীল কোন বিষয় ‘শরীফ থেকে শরীফা’গল্পে থেকে থাকলে তা পুনরায় বিবেচনা করা হবে: নওফেল

0

ঢাকা অফিস: সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে অন্তর্ভুক্ত গল্প ‘শরীফ থেকে শরীফা’ গল্পে সংবিধান ও ধর্মীয় বিষয়ে আঘাত বা সংবেদনশীল কোন বিষয় থাকলে তা পুনরায় বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নওফেল বলেন, একটি বিশেষ কমিটি সমালোচনার বিষয়টি খতিয়ে দেখছে। সংবিধান ও ধর্মীয় বিষয়ে আঘাত বা সংবেদনশীল কোন বিষয় এই গল্পে থেকে থাকলে তা পুনরায় বিবেচনা করা হবে। তবে সকল সমালোচনাই গ্রহণযোগ্য নয়। নওফেল আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সময়ে যে বিতর্ক রয়েছে তার অবসান করতে যা যা করণীয় তাই করা হবে। অনুষ্ঠানে জাতির পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

Share.