শুক্রবার, ডিসেম্বর ২৭

সংবিধান মেনে নির্বাচনে এলে বিএনপির সাথে আলোচনা হতে পারে: আব্দুর রাজ্জাক

0

ঢাকা অফিস: সংবিধান মেনে নির্বাচনে এলে বিএনপির সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, তফসিল আগামী ১৬ তারিখের মধ্যে ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) কৃষিমন্ত্রী বলেন, মোটা দাগে ইশতেহারে গুরুত্ব পাচ্ছে শিল্প ও কর্মসংস্থানের বিষয়টি। সেইসাথে এমআরটি প্রকল্প সম্প্রসারণ, বেশ কিছু রাস্তা তৈরি করা। মন্ত্রী বলেন, এবারের স্লোগানে স্মার্ট বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়টি। উন্নয়নের ধারাবাহিকতার বিষয়টি স্লোগানে বিশেষভাবে উল্লেখ থাকবে। ডোনাল্ড লু’র চিঠির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, যাই হোক না কেন সংবিধানের বাইরে কিছুই হবে না। আগে সংবিধান রক্ষা করতে হবে তারপর সব। সংবিধান মেনে কেউ বিএনপিকে সংলাপে আনতে পারলে তাদের সাথে আলোচনা হবে।

Share.