ঢাকা অফিস: বর্তমানে ‘র্যাগ ডে’র নামে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অপসংস্কৃতির চর্চা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের অপসংস্কৃতির চর্চা বন্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’ কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’ সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদযাপনের নামে সকল ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকান্ড এবং বুলিংসহ সকল অপসংস্কৃতি বন্ধে আদেশ জারি করেছেন।
উল্লেখ্য, এর ৩ জুলাই ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন’ শিক্ষা প্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ বন্ধের এই আদেশ জারি করেন।