সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, যা বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

0

ঢাকা অফিস: এ সপ্তাহে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। শনিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে এ কথা জানায় তারা। প্রেস উইং জানায়, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুর জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে নতুন আবেদন আহ্বান করবে প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট। প্রেস উইং আরও জানায়, যে কোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সাময়িক দৈনিক প্রবেশপত্র ইস্যু করবে। সরকার এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।

Share.