শুক্রবার, ডিসেম্বর ২৭

সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ বিষয়ে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে কমিটি: রিজওয়ানা হাসান

0

ঢাকা অফিস: সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। রিজওয়ানা হাসান বলেন, বিগত সরকারের আমলে দোষী বা অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বিগত সরকারের বহুল উচ্চারিত ডিজিটালাইজেশনের কোনো সুফল এই অগ্নিকাণ্ডে পরে দেখা যাচ্ছে না। ব্রিফিংয়ে উপস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ের ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়েছে বলে জানান ব্রিফিংয়ে উপস্থিত আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাবেক মূখ্য সচিব তোফাজ্জল হোসেন যে অর্থ লোপাটের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে, সেই নথিপত্রগুলো পিরোজপুরে থাকায় সেগুলো পাওয়া যাবে বলেও জানান আসিফ মাহমুদ।

Share.