শুক্রবার, মার্চ ২১

সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে

0

ঢাকা অফিস:বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই নীতিমালার আওতায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই কর্মীদের ছাঁটাই করতে পারবে না।শুক্রবার (২১ মার্চ) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মীদের বেতন-ভাতা পরিশোধে স্বচ্ছতা আনতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এছাড়া, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করানোর ক্ষেত্রেও উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা হবে।এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে, কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান সুপারিশের ভিত্তিতে এবং ঘুষের বিনিময়ে (৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত) নিয়োগ দিয়ে আসছিল। এছাড়া, কর্মীদের যথাযথ বেতন প্রদান ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয়নি।সূত্র জানায়, নতুন নিরাপত্তা ব্যবস্থা পর্যায়ক্রমে সারা দেশের আউটসোর্সিং কর্মীদের জন্য প্রযোজ্য হবে, যাতে কেউ অযৌক্তিকভাবে চাকরি হারানোর শঙ্কায় না থাকেন।

Share.