স্পোর্টস ডেস্ক: সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে নেই সাকিব আল হাসান। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবে দূরে থাকলেও সতীর্থদের শুভকামনা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। এরই মধ্যে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০তে এগিয়ে আছে সফরকারীরা। তাই সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচেই চোটের কারণে মাঠের বাইরে সাকিব। মূল লড়াইয়েও সাকিবকে ছাড়া ভুগছে বাংলাদেশ। অবশ্য সতীর্থদের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারের পর টাইগাররা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরার লড়াইয়ে প্রস্তুত। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’ সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবের বদলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে চোটের কারণে ছিটকে যাওয়া আরেক ব্যাটসম্যান সাদমান ইসলামের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। মুস্তাফিজের বদলে দলে এসেছেন আবু জায়েদ রাহি।অন্যদিকে শেষ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচকে ড্রপ দিয়ে আলজারি জোসেফকে সুযোগ দিয়েছে সফরকারীরা।সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তাঁর অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ঢাকা টেস্টে জিতে এবার ট্রফি নেওয়া দেশে ফেরাই অতিথিদের মূল লক্ষ্য। কারণ সফরের শুরুতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। ওয়ানডেতে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই প্রতিশোধ টেস্ট সিরিজ দিয়েই নিতেই মুখিয়ে আছে অতিথিরা।
সতীর্থদের শুভকামনা জানালেন সাকিব
0
Share.