সোমবার, ডিসেম্বর ২৩

সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু

0

ঢাকা অফিস: সদরঘাট থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল প্রায় তিন দিন বন্ধ থাকার পর চালু হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের রুটগুলোতে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে গত শুক্রবার (৮ নভেম্বর) থেকে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া অনুকূলে আসায় আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সারা দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়। এর আগে গতকাল রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ থেকে নৌযান চলাচল করার তথ্য জানানো হয়।

Share.