সোমবার, জানুয়ারী ২৭

সদস্যপদ ফিরে পেলেন বিএনপির ৩ নেতা

0

বাংলাদেশ থেকে চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, পটিয়ার এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া দলীয় সদস্য পদ এবং স্থগিত হওয়া পদ ফিরে পেয়েছেন। আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠির মাধ্যমে এই তিন নেতার বিরুদ্ধে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ স্থগিত করা হয়েছিল। তবে তাদের দাখিল করা আবেদন বিবেচনায় এবং দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুসারে তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

Share.