শনিবার, ডিসেম্বর ২৮

সন্তানের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

0

ঢাকা অফিস: চাঁপাইনবাবগঞ্জে সন্তানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক মা। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মা সদর উপজেলা মিলকী গ্রামের তাসলিমা বেগম বলেন, প্রায় ২ বছর আগে স্বামী ইউসুফ আলী মারা যান। পরে তার মেজ ছেলে মনিরুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি ও জমি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। বাধ্য হয়ে স্বামী কর্তৃক প্রাপ্ত বাড়ি, পুকুরসহ ৫ বিঘা জমি তার ৪ ছেলে ও ২ মেয়ের নামে বন্টন করে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মেজ ছেলে মনিরুল তার মাকেসহ বড় ভাই নাসিরুলকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। এর প্রেক্ষিতে গত শুক্রবার মনিরুলের বিরুদ্ধে নবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়াও মনিরুল তার নানার প্রায় ১৪ বিঘা জমি জাল করে সন্ত্রাসী বাহিনীর সহায়তায় ভোগ দখল করছে। এদিকে মনিরুল মিথ্যা তথ্য দিয়ে গত ১১ মার্চ সংবাদ সম্মেলন করেছে। তাই আমি মা হয়ে মনিরুলের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আমাকে হয়রানির হাত থেকে বাঁচানোর জোর দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তার বড় ছেলে ও ২ মেয়ে উপস্থিত ছিলেন।

Share.