বুধবার, জানুয়ারী ২২

সন্তানের মুখ দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না : কোহলি

0

স্পোর্টস ডেস্ক: চলতি বছর জানুয়ারিতে বাবা হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ও বলিউড তারকা আনুশকা শর্মার ঘর আলো করে এসেছে কন্যাসন্তান। নতুন অতিথি আসার পর থেকে জীবনে অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন ভারতীয় তারকা। বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক জানালেন, সন্তানের হাসি মুখ দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় নিজের বদলে যাওয়া জীবনের গল্প শোনালেন কোহলি। তাঁর ভাষায়, ‘খুব তাড়াতাড়ি জীবনটা বদলে গেল। অন্য একজনের জীবনের দায়িত্ব এল কাঁধে। একজন সন্তান প্রথমে তার মায়ের ওপর নির্ভরশীল হয়, তবে বাবারও অনেক দায়িত্ব থাকে। মা এবং বাবা – দুজনেই যখন সন্তানের দায়িত্ব ভাগ করে নেয় তখন অপূর্ব এক পরিবেশ তৈরি হয়। আনুশকা এবং আমি সেই দায়িত্ব দারুণ উপভোগ করছি।’কোহলি-আনুশকার মেয়ের নাম ভামিকা। পরিবারের নতুন সদস্যকে পাওয়ার উচ্ছ্বাস নিয়ে ভারতীয় তারকা বলেন, ‘জীবন অনেক পাল্টে গিয়েছে। আমরা দুজনে আগে কখনও এমন মুহূর্ত দেখিনি। সন্তানের হাসি মুখ দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আমি ভাগ্যবান এমন মুহূর্তের সাক্ষী থাকতে পেরে।’চলতি আইপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে বেঙ্গালুরু। নিজেদের দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কোহলির দল। তবে টুর্নামেন্টের লম্বা পথ পাড়ি দেওয়া এখনো বাকি। সেই পথে ছন্দ ধরে রাখাই কোহলির লক্ষ্য। কারণ ভারতীয় লিগটিতে এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি কোহলির। এবার সেই আক্ষেপ মেটাতে পারেন কিনা সেটাই দেখার।

Share.