বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

সন্ত্রাসবাদে অর্থায়ন: জার্মানিতে নিষিদ্ধ একাধিক ইসলামপন্থী সংগঠন

0

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে ইসলামপন্থী সংগঠন আনসার ইন্টারন্যাশনাল। একইসঙ্গে এর বেশ কয়েকটি সহযোগী সংগঠনকেও নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার নিজেই এই ঘোষণা দেন। খবরে বলা হয়, হামাস ও আল-শাবাবের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে আনসার ইন্টারন্যাশনাল এমন তথ্য পেয়েছে জার্মান গোয়েন্দারা। এ নিয়ে গত বুধবার জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে তার মুখপাত্র স্টিভ অল্টার একটি টুইট বার্তা দেন। এতে তিনি লিখেছেন, আনসার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেয়। সন্ত্রাসকে মোকাবেলা করতে হলে অর্থের উৎসমুখ বন্ধ করতে হবে।আনসার ইন্টারন্যাশাল সিরিয়ার আল নুসরা ফ্রন্ট, ফিলিস্তিনের হামাস এবং সোমালিয়ার আল-শাবাবের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে বলে অভিযোগ রয়েছে। হামাস ইউরোপীয় ইউনিয়নে কালো তালিকাভুক্ত সংগঠন।আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার আগে বুধবার জার্মানির রাইনলান্ড-পালাটিনেট, বাডেন-ভ্যুর্টেনবার্গ, বাভারিয়ান, বার্লিন, ব্রান্ডেনবুর্গ, হামবুর্গ, নর্থ রাইন-ভেস্টফালিয়া, লোয়ার সাক্সনি, শ্লেসভিগ-হোলস্টাই এবং হেসে রাজ্যে বড় অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আছে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহায়তায় নানাভাবে কর্মরত আনিস বেন-হাতিরা ফাউন্ডেশন, দ্য সোমালি কমিটি ফর ইনফর্মেশন অ্যান্ড অ্যাডভাইস ইন ডার্মশ্টাড, উম্মা শপ এবং বেটার ওয়ার্ল্ড অ্যাপিল-এর কর্মীরা।

Share.