বুধবার, জানুয়ারী ২২

সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি: বরকত উল্লাহ বুলু

0

ঢাকা অফিস: বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু এককভাবে নয়, সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বরকত উল্লাহ বুলু বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে উন্নীত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩১ দফা ঘোষণা করেছে। রাষ্ট্রের সব সংস্কারের রূখরেখা এর মধ্যে রয়েছে। ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরদের বিচারের আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

Share.