বুধবার, ডিসেম্বর ২৫

সবার আগে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া নতুন বর্ষকে বরণ করলো

0

ডেস্ক রিপোর্ট: নতুন বছরকে বরণ করতে আন্তর্জাতিক সময় অনুযায়ী ২০২২ সালকে সবার আগে স্বাগত জানানোর সুযোগ পেয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। আতশবাজি আর আলোকছটায় রাতের আকাশকে সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সেখানকার মানুষ। এর আগে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি একটি আতশবাজি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়, যা পুরো শহরটিকেই আলোকিত করছে। আগেই বলা হয়েছিল, আজ রাতে সিডনির আকাশে ছয় টনের বেশি আতশবাজি পাঠানো হবে। তবে ওমিক্রনের জেরে সব কিছুই করা হচ্ছে সীমিত পরিসরে। করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে ইংরেজি নববর্ষ-২০২২ সালকে ঘিরে বিশ্বব্যাপী নেই তেমন একটা আয়োজন। অনেকটা নিরানন্দের মধ্য দিয়ে আরও একটি বছর শুরু করতে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তের মানুষ।

Share.