রবিবার, জানুয়ারী ২৬

সবার আমলনামা আছে, বিলবোর্ড দেখিয়ে এমপি হওয়া যাবে না: কাদের

0

ঢাকা অফিস: শেখ হাসিনার কাছে সবার আমলনামা আছে, বিলবোর্ড দেখিয়ে এমপি হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর যৌথ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ওবায়দুল কাদের। এসময় বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারের কাছে তারা খালেদা জিয়ার মুক্তি চায় কেন? কাদের বলেন, পদ্মা সেতুতে ট্রেন চালু উপলক্ষে ১০ অক্টোবর মাওয়া প্রান্তে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ২৩ অক্টোবর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। সেতুমন্ত্রী বলেন, আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপির উদ্দেশে কাদের বলেন, যারা অক্টোবরে সরকারের পতন দেখছেন তাদেরই পতন হবে। ভুল রাজনীতিই বিএনপির পতন ঘটাবে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো রকমের বেফাঁস কথা বলা যাবে না।

Share.