সোমবার, ডিসেম্বর ২৩

সব গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

0

ঢাকা অফিস: সব গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গুরুতর অসুস্থ থাকায় বিরোধী নেতা-কর্মীদের হত্যা-গুম নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের স্মৃতিভ্রম হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সব গুমের পিছনে আওয়ামী লীগ সরকার দায়ী। তারা সারাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। রিজভী আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী এখন কন্টাক্ট কিলিং করছে। এসময় তিনি বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমদের ফিরিয়ে দেয়ার দাবি জানান বিএনপি এই নেতা।

Share.