স্পোর্টস রিপোর্ট: সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। তার নেওয়া কঠিন এই সিদ্ধান্তের কারণে চাইলেও বেলের খেলা দেখতে পারবেন না ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেল নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সমর্থকদের উদ্দেশে বেল লেখেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে যাত্রাটা শুধুমাত্র আমার জীবনকেই বদলে দেয়নি, এখানে অনেক কিছুই জড়িত। ওয়েলসে খেলতে পেরে আমি গর্বিত। এখানে আমি অধিনায়ক হিসেবে খেলেছি। আমি যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি তা অন্য কারো সাথে তুলনা হয়না। ২০১৩ সালে টটেনহ্যাম থেকে যখন বেল রিয়াল মাদ্রিদে যোগ দেন তখন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। রিয়ালের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি শিরোপা জয় করেছেন বেল। তার নেতৃত্বে ওয়েলস দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে নিজেদের নামের প্রতি কিছুটা হলেও সুবিচার করতে পেরেছে। দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ও ১৯৫৮ সালের পর প্রথমবারের মত কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পিছনে বেলের অবদানই ছিল মূখ্য। এই বেলই ওয়েলসের ৫৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত বড় কোন আসরের সেমিফাইনালে খেলেছিল। ৩৩ বছর বয়সী বেল ওয়েলসের জার্সি গায়ে ১১১ ম্যাচে ৪১টি গোল করে বিদায় জানালেন যা একটি রেকর্ড।
সব ধরনের ফুটবল থেকে অবসরে গ্যারেথ বেল
0
Share.