শনিবার, নভেম্বর ২৩

সময় নিউজ24 ডট কমের আয়োজনে ”আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

0

ঢাকা অফিস: বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকদের নিয়ে সময় নিউজ24 ডট কমের আয়োজনে ”আদর্শ সমাজ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই অক্টোবর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সময় নিউজ24 ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক দেওয়ান মশিউর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় নিউজ24 ডট কমের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, সময় নিউজ24 ডট কমের উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মেজবাউল ইসলাম আসিফ ও সময় নিউজ24 ডট কমের উপদেষ্টা ব্যারিস্টার রুহুল আমিন মোল্লা মিহন। গোলটেবিল বৈঠকে মনোমুগ্ধকর উপস্থাপনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী আশরাফ আখন্দ। বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী আবুল খায়ের বলেন, সাংবাদিকতা একটা মহৎ পেশা। দেশে বিচারবিভাগের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখতে পারে। এ সময় প্রধান অতিথিকে লক্ষ্য করে সাংবাদিকদের নিবন্ধনের ব্যাপারেও অভিমত ব্যক্ত করেন এই সিনিয়র আইনজীবী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে পীরজাদা শহিদুল হারুন বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে একটা দেশের গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখে। এ সময় সাংবাদিকদের আরও মহৎ হয়ে কাজ করার অনুরোধ জানিয়ে পীরজাদা শহিদুল হারুন আরো বলেন সাংবাদিকরা যদি মহৎ ও নমনীয় হয় তাহলে একটা দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জানান, সাংবাদিকদের আরো বেশি প্রশিক্ষিত করে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশে প্রকৃত সাংবাদিক বাছাইয়ের জন্য প্রশিক্ষণের পাশাপাশি নিবন্ধনের ব্যবস্থাও করা হচ্ছে। এ সময় সময় নিউজ24 ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক দেওয়ান মশিউর রেজা চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে গোলটেবিল বৈঠকের ইতি টানা হয়। দেওয়ান মশিউর রেজা চৌধুরী তার সমাপনী বক্তব্যে তিনি আজকের গোলটেবিল বৈঠকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। তিনি দেশের গণমাধ্যম এগিয়ে নিতে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতেই সাংবাদিকতা শুরু করি। মহান এই পেশায় এগিয়ে চলতে গিয়ে অনেক বাধা সম্মুখীন হয়েছি তবে সত্যকে পরাজিত হতে দেইনি কিংবা কারো সাথে আপস করি না্‌ই জীবনের লক্ষ্য খুঁজতে খুঁজতে আজকের এই পর্যায়ে এসেছি, জানি না শেষ কোথায়? দেওয়ান মশিউর রেজা চৌধুরী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিৎ, সাংবাদিকরা ঐক্য হলেই আদর্শ সমাজ বিনির্মাণে সহজ হবে। কারণ সবাই যদি নিজ নিজ পেশায় সততা আর স্বচ্ছতা নিয়ে কাজ করে তাহলেই আদর্শ সমাজ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এ সময় গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেন দৈনিক বজ্র শক্তির সম্পাদক এস এম শামসুল হুদা, বাচসাচের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডসের সভাপতি বাদল চৌধুরী, বিশিষ্ট কন্ঠ শিল্পী মেহেরুন আশরাফ,বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য জেবিন সুলতানা কান্তা, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) এর অর্থ সম্পাদক আফরোজা আক্তার, স্বাধীনতা সংসদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাহেদ আহমেদ, বিশিষ্ট আবৃত্তি শিল্পী জেসমিন বন্যা, সময় নিউজের সাব এডিটর ও এডভোকেট আমিনুল ইসলাম তপু, সময় নিউজের সহ-বার্তা সম্পাদক রিয়েল তন্ময়, মোস্তাফিজুর রহমান, কাজল, ডালিম খান, জাহাঙ্গির কবির, মমতাজ আক্তার মনি, মনজুর হোসেন ঈসা, বাকী বিল্লা, তানভীর আহমেদ, শাহাবুদ্দিন টিপু প্রমুখ।

Share.