সমালোচনার মুখে বদলে যাচ্ছে ফেয়ার এন্ড লাভলির নাম

0

ডেস্ক রিপোর্ট: সমালোচনার মুখে রং ফর্সাকারী ক্রিম ফেয়ার এন্ড লাভলির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ইউনিলিভার।সেইসাথে এশিয়ায় বিক্রি করা সকল পণ্য থেকে রং ফর্সাকারী শব্দটি সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক এ ব্র্যান্ড। সাম্প্রতিক সময়ে ফেয়ার এন্ড লাভলির উৎপাদনের বন্ধে দুটি পিটিশন দায়ের করা হয়েছে।এ দুটি পিটিশনে স্বাক্ষর করেছে ১৮ হাজার মানুষ। পিটিশনে বলা হয়, এ ক্রিমটি বর্ণবাদ তৈরি করে বলে মত দিয়েছেন অনেকে। এরপরই এ সিদ্ধান্ত নেয় ইউনিলিভার।

Share.