‘সম্পর্কগুলো আইসক্রিমের মতো’

0

বিনোদন ডেস্ক: কবীর সুমনের হাত ধরেই সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন আরমান সিদ্দিকী। ভিন্ন ধাঁচের গান করে এরই মধ্যে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার নতুন গান নিয়ে আসছেন তরুণ এ সংগীতশিল্পী।গানের শিরোনাম ‘আইসক্রিম’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন আরমান নিজেই। চিন্টুর সংগীতায়োজনে গানটিতে স্যাক্সোফোন বাজিয়েছেন রাহিন। জি সিরিজের ইউটিউব চ্যানেলে এরই মধ্যে প্রকাশ ‘আইসক্রিম’ গানটি।এ প্রসঙ্গে আরমান সিদ্দিকী বলেন, ‘রোজার ঈদে কবীর সুমনকে সঙ্গে নিয়ে একটি গান করার সাহস দেখাই। গানটি সবাই বেশ পছন্দও করেছে। শ্রোতাদের ভালোবাসাই আমাকে নতুন গান করার প্রেরণা যোগায়। ভক্তদের কথা দিয়েছি অ্যালবাম নিয়ে আসব। সেই অ্যালবামেরই একটি গান ‘আইসক্রিম’। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’গানটির ভিডিও নির্মাণ করেছেন ইফফাত জাহান মম। নিরীক্ষাধর্মী গানের ভিডিওটি প্রসঙ্গে আরমান বলেন, ‘গানটি যেমন যত্ন নিয়ে বানিয়েছি, গানের মিউজিক ভিডিওটির ক্ষেত্রেও তাই। আমাদের স্বল্প জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সম্পর্কগুলোই আইসক্রিম-এর মতন। মিউজিক ভিডিওটি দেখে অনেকেরই এ ধারণা হতে পারে।’রক মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন আরমান সিদ্দিকী। বর্তমানে কাজ করছেন ব্লুজ ক্লাসিক ফিউশন নিয়ে। অ্যাকস্টিক যন্ত্র নিয়েও কাজ করতে ভালোবাসেন তিনি।এর আগে কবীর সুমনের কথা ও সুরে ‘কারা নিলো লুট করে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আরমান সিদ্দিকী। এটি ছিল তার একক অ্যালবাম ‘ছুটে যাই’ এর প্রথম গান। গানটির সংগীতায়োজনে ছিলেন সুমন কল্যাণ। আর ভিডিওতে মডেল হয়েছিলেন স্পর্শিয়া ও মনোজ প্রামাণিক।এরপর ‘ছুটে যাই’ শিরোনামের গানটিও প্রকাশ হয়েছে এ শিল্পীর। জি সিরিজের ব্যানারেই প্রকাশ হয়েছিল গানটি। এটিরও কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজনে ছিলেন রোমেল আলি। এ গানটির ভিডিও নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু।

Share.