বুধবার, জানুয়ারী ২২

সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না:রিজভী

0

ঢাকা অফিস: কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বিভাজনের রাজনীতি করেছিল বিগত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। সব ধর্মের যে মিলন এটি যেন কেউ বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান রিজভী। সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নেতা বলেন, যারা বিভেদের বাণী শুনিয়েছে তারা রাজনৈতিক স্বার্থে করেছে।

Share.