রবিবার, জানুয়ারী ২৬

সম্প্রীতির মিছিলে হাতে হাত রেখে হাঁটলেন পুরোহিত-ইমাম-ফাদার

0

ডেস্ক রিপোর্ট: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে যখন গোটা ভারত বিক্ষোভে ফুঁসছে তখন সম্প্রীতির বার্তাকে সামনে আনতে পশ্চিমবঙ্গে আয়োজিত হয়েছে এক ভিন্ন ধারার মিছিল। রাজ্যের মালদহ জেলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার ফাদার পরস্পরের হাতে হাত রেখে হেঁটেছেন ওই মিছিলে। তাদের সঙ্গে ছিল হাজার হাজার মানুষ। জাতীয় পতাকা হাতে এতে অংশ নেন বিধানসভার স্থানীয় সদস্য সাবিনা ইয়াসমিনও। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সহিংস বিক্ষোভে নেমেছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। সহিংসতা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। সেখানে ট্রেন ও বাসে আগুনও দেওয়া হয়েছে। তবে ১৫ ডিসেম্বর (রবিবার) এক ভিন্নধর্মী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল আয়োজিত হয়েছে মালদহ জেলার মোথাবাড়িতে। তৃণমূলের স্থানীয় বিধানসভা কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই মিছিলে ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা হাতে ছিলেন স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন। তার পাশেই হাতে হাত রেখে মিছিলে যোগ দেন মোথাবাড়ি চৌরঙ্গি মসজিদের ইমাম মাওলানা ফারমান আলি, বৈষ্ণবনগর চার্চের ফাদার অ্যালেক্স মিনজ ও ইংরেজ বাজার শহরের ঝলঝলিয়া এলাকার দুইটি কালীমন্দিরের পুরোহিত প্রদীপকুমার পাণ্ডে ও সঞ্জয় ঝা। কঠোর পুলিশি নিরাপত্তায় সেখানকার পিডব্লিউডি মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি প্রায় আট কিলোমিটার পথ হেঁটে অচিনতলায় গিয়ে শেষ হয়। মিছিলে মাওলানা ফারমান আলি বলেন, ‘নতুন আইনকে ঘিরে বহু মানুষের উদ্বেগ রয়েছে। এই দেশে তারা থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে আছে তারা। কিন্তু এ নিয়ে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, যা সম্প্রীতি নষ্ট করছে। এটা বন্ধ হওয়া উচিত। সেই বার্তা দিতেই আমরা সকলে হাতে হাত ধরে হেঁটেছি।’

Share.