ঢাকা অফিস: যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে হাসপাতাল থেকে শনিবার (১২ অক্টোবর) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। জেলার মাহবুবুল ইসলাম একথা জানিয়েছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন সম্রাট। বুকে ব্যথা অনুভব করায় ৮ অক্টোবর সকাল ৬টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে তাকে কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন থেকেই সম্রাট কয়েকশ’ নেতাকর্মী নিয়ে কাকরাইলে তার নিজ কার্যালয়ে অবস্থান নেন। পরে তার অবস্থান ও আটক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর তার ব্যাংক হিসাব স্থগিত ও তলব করা হয়। ২৪ সেপ্টেম্বর তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।