বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

‘সময় নিউজ 24 ডটনেট’ পরিবারের পক্ষ থেকে ‘ঈদ মুবারক’

0

দেশ-বিদেশের অগণিত পাঠক , লেখক , শুভানুধ্যায়ি , সাংবাদিক ও বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই ‘সময় নিউজ 24 ডটনেট’  পরিবারের পক্ষ থেকে ‘ঈদ মুবারক’। একমাস সিয়াম সাধনার পর সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আবার এসেছে সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। সময় এবং পরিস্থিতি দুটাই এখন ভালো নয়, তাই আমাদের সকলের প্রয়োজন সচেতনতা তাই আসুন সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। আর বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগা-ভাগতা করি ডিজিটাল যুগের ডিজিটাল প্রদ্ধুতিতে আর বাসায় সময়টা কাটাই পরিবারের সকল সদস্যদের সাথে। ‘সময় নিউজ 24 ডটনেট’  পরিবারের পক্ষ থেকে আবারো আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক

‘আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দূরুত্ব বজায় রাখবেন। সবাইকে ঈদ মোবারক

গাজী হুসনে আরা চৌধুরী

                                                                                                          সম্পাদক

“সময় নিউজ 24 ডট নেট”

Share.