বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

‘সময় নিউজ 24 ডটনেট’ পরিবারের পক্ষ থেকে ‘ঈদ মুবারক’

0

দেশ-বিদেশের অগণিত পাঠক , লেখক , শুভানুধ্যায়ি , সাংবাদিক ও বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই ‘সময় নিউজ 24 ডটনেট’  পরিবারের পক্ষ থেকে ‘ঈদ মুবারক’। বছর ঘুরে আবার এলো আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল-আযহার। পবিত্র ঈদের এই অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঘরে-ঘরে। বঞ্চিত-অবহেলিত-দুঃস্থ মানুষের মুখে ফুটে উঠুক পরিতৃপ্তির হাসি। ঈদুল আযহার এ পবিত্র দিনে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের এই মহামারী করোনা ভাইরাস থেকে যেনো মুক্তি দেন।ঈদের দিনে স্বজনদের সাথে আনন্দে ভরে উঠুক সবার জীবন।
আমাদের সাথে থাকা সকল পাঠককে জানাই আবারো ঈদের শুভেচ্ছা।
‘আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দূরুত্ব বজায় রাখবেন। সবাইকে ঈদ মোবারক

                                                                                               গাজী হুসনে আরা চৌধুরী

                                                                                                           সম্পাদক

                                                                                                “সময় নিউজ 24 ডট নেট”

Share.