সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

0

ডেস্ক রিপোর্ট:  ইতিহাসে প্রথমবারের মত এমন অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন রাজধানী কলম্বোতে। শনিবার কলম্বোর ওয়াটারফ্রন্টে আন্দোলনকারীরা প্রথমবার সরকারের বিরুদ্ধে বাধ্য হয়ে প্রতিবাদে নামেন। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অপসারণ চেয়ে স্লোগান দেন। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বাদে মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেছেন। একই পথে হেটেছেন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নরও। উল্লেখ্য, দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে গেছে। এর ফলে কলম্বো বাধ্য হয়েছে মুদ্রার মূল্য কমাতে এবং বৈশ্বিক ঋণদাতাদের কাছে সহযোগিতা চেয়েছে। হিমশিম খাচ্ছে জরুরি খাদ্য ও জ্বালানি আমদানিতে। রান্নার জ্বালানি গ্যাসের দাম এক হাজার ১৫০ রুপি থেকে বেড়ে চার হাজার ছাড়িয়েছে। শিশুখাদ্য গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে চড়া দামে। অর্থের অভাবে কাগজ ছাপা বন্ধের ফলে কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার।

 

 

Share.